Kazi Nazrul Islam

Kazi Nazrul Islam
কাজী নজরুল ইসলাম
জন্ম: ১৮৯৯ সালের ১৪’ই মে ভারতের আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে (বর্তমানে পশ্চিমবঙ্গ)।
পিতা: কাজী ফকির আহমেদ
মাতা: জাহেদা খাতুন(কাজী ফকির আহমেদের দ্বিতীয় স্ত্রী)।
স্ত্রী: প্রমিলা দেবী
ডাক নাম: দুখু মিয়া
জনপ্রিয়ভাবে পরিচিত: বিদ্রোহী কবি।
সাহিত্যকর্ম:
কাব্য: অগ্নিবীণা,বিষের বাঁশি,ছায়নট,প্রলয় শিখা,চক্রবাক,সিন্ধু-হিন্দোল বিশেষভাবে উল্লেখযোগ্য।
প্রবন্ধ: যুগ-বাণী,দর্দিনের যাত্রী,রাজবন্দীর জবানবন্দী বিশেষভাবে উল্লেখযোগ্য।
গল্প উপন্যাস: ব্যাথার দান,রিক্তের বেদন,শিউলিমালা,মৃত্যু-ক্ষুধা ইত্যাদি।
কবিতা: বিখ্যাত কিছু কবিতার মধ্যে রয়েছে-বিদ্রোহী,কামাল পাশা,আগমনি,শাত-ইল-আরব
মৃত্যু: ১৯৭৬ সালের ২৯ মে(ঢাকায়)
সমাধিস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন প্রাঙ্গনে।
.

Kazi Nazrul Islam
Born on 14 May 1899 in Churulia village of Asansol subdivision of India (now West Bengal).
Father: Qazi Fakir Ahmed
Mother: Zaheda Khatun (Qazi Fakir Ahmed's second wife).
Wife: Pramila Devi
Postal Name: Dukhu Mia.
Popularly known: Bidrohi kobi
Literature:
Poetry: Agniagana, Bisher Bashi, Chhaynat, Pralay Shikha, Chakrabak, Sindhu-Hindol are particularly notable.
Articles: Zug-Bani, Durdiner Jatree, Rajbadir Jobanbandi, is particularly notable.
Story novel: Bather Dan, Rikter Bedon, Shewlimala, Mrittu Khuda etc.Poetry: Some of the famous poems are - Bidrohi, Kamal Pasha, Agamani, Shat-il-Arab is particularly notable.
Kazi Nazrul Islam

জীবনি কথা: ১৯০৮ সালে মাত্র ৯ বছর বয়সে পিতা মারা যায়।পরিবারের অভার অনটনের কারনে তাকে বিভিন্ন কাজ করতে হয়।ফলে শিক্ষাজীবন বাধাগ্রস্থ হয়।তিনি স্হানীয় মসজিদে মুয়াজ্জিমের কাজ করেন,একই সাথে হাজী পালোয়ানের কবর সেবক হিসেবে কাজ করেন।বেশিদিন সেখানে ছিলেন না তিনি।পরবর্তিতে তিনি লেটো গানের দলে যোগ দেন।১৯১০ সালে তিনি তিনি আবারো স্কুলে ভর্তি হলেও পারিবারিক অনটনের কারনে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পরেন।চা-রুটির দোকানে রুটি বানানোর কাজে যোগ দেন।এখানে বেশ কিছুদিন কাজ করেন।তার বাল্যজীবন এভাবেই কাটতে লাগল আর এই দোকানে থেকেই উনি তার প্রতিভার বিকাশ ঘটাতে থাকলেন।১৯১৫ সালে অষ্টম শ্রেণি থেকে পড়াশুনা শুরু করেন।কিন্তু ১৯১৭ সালে মাধ্যমিকের প্রিটেস্ট পরিক্ষা না দিয়ে সেনাবাহিনীর বাঙালী পল্টনে যোগ দেন।সেখানে প্রায় আড়াই বছর থেকে কলকাতায় ফিরে আসেন।কলকাতায় ফিরে এসে সাংবাদিকতা করেন।সম্পাদক,সুরকার,গীতিকার হিসেবে তার আবির্ভাব ঘটে।পরবর্তিতে ১৯২১ সালে প্রমিলা দেবীকে বিবাহ করেন।১৯৪২ সালে মাত্র ৪৩ বছর বয়সে তিনি অসুস্থ হয়ে বাকশক্তি হারায় ফেলেন।১৯৭১ সালে বাংলাদেশ প্রতিষ্ঠার পর ১৯৭২ সালে দেশে ফিরিয়ে আনা হয় এবং নাগরিকত্ব প্রদান করা হয়।তাকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করা হয়।
১৯৭৬ সালের ২৯ মে কবি ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

No comments